অনলাইন ডেস্ক :
গত কিছুদিন ধরে স্প্যানিশ ফুটবলে বর্ণবৈষম্য নিয়ে তোলপাড় চলছে। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছে স্প্যানিশ অন্যদলগুলোর সমর্থকেরা। আবারও বর্ণবৈষম্যের শিকার আরেক রিয়াল মাদ্রিদ তারকা, তবে এবার কারণটা অবশ্য ভিন্ন। ফিফা দ্য বেস্টে রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে প্রথম পছন্দ হিসেবে ভোট না দেওয়ায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের তোপের মুখে পড়েছেন অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক ডেভিড আলাবা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ভক্তরা। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তাকে বর্ণবৈষ্যমেরও শিকার হতে হচ্ছে। সমর্থকদের তোপের মুখে অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আলাবা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদন অনুসারে, প্রথম পছন্দ হিসেবে মেসিকে ভোট দেওয়ার সিদ্ধান্তটি আলাবার একার নয়, অস্ট্রিয়া জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা অস্ট্রিয়া দলের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজেমা নিয়ে আলাবার ভাষ্য, ‘করিম বেনজেমা ভালো করেই জানে, আমি তাকে কতটা পছন্দ করি এবং শ্রদ্ধা করি। আমি সবসময় বলি করিম বিশ্বের সেরা স্ট্রাইকার, সে সেরা হয়েই থাকবে।’ মূলত, জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। এই ভোটাভুটির তালিকা অনুষ্ঠান শেষে প্রকাশ করা হয়। প্রতিবছরই এই তালিকা নিয়ে কোনো না কোনো বিতর্ক হয়। এবার সেই বিতর্কে জড়ালো আলাবার নাম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা