November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:23 pm

মেসিদের বিপক্ষে নেতৃত্বে রোনালদো

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় ক্রিস্তিয়ানো রোনালদো। তাও আবার তার পুরনো প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে। আগেই জানা গেছে, পিএসজির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে। ম্যাচটির গুরুত্ব বুঝে রিয়াদ এসটি একাদশের অধিনায়ক করা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। ৩৭ বছর বয়সী রোনালদো তার ক্লাব আল নাসর ও আল হিলাল সমন্বিত একাদশকে এই মহারণে নেতৃত্ব দেবেন। পিএসজির বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। রোনালদোর নেতৃত্বে এই একাদশে আরও খেলবেন সৌদি জাতীয় দলের তারকা সালেম আল দাওয়াসারি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়ে দাওয়াসারি গোল করেছিলেন। তার সঙ্গে খেলবেন সৌদ আবদুল হামিদও। রেকর্ডের খাতায় এই ম্যাচের মূল্য না থাকলেও দর্শকের কাছে সেটি অমূল্য। কারণ এই ম্যাচের টিকিট কিনতে অনলাইনে জমা পড়েছিল ২০ লাখেরও বেশি আবেদন! অবশ্য এই ম্যাচের জন্য বেয়ন্ড ইমাজিনেশন নামের ভিআইপি টিকিট কিনতে সর্বোচ্চ দর উঠেছে ২৭ কোটি টাকার মতো। যার নিলাম শেষ হবে আজ বুধবার। এই টিকিটধারী পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে এবং ছবি তুলতে পারবেন। মেসি-রোনালদোর সঙ্গে কথা বলতে পারবেন ড্রেসিংরুমেও।