April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 7:14 pm

মেসি-নেইমার-এমবাপে প্রসঙ্গে যা বললেন পিএসজি কোচ

অনলাইন ডেস্ক :

দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির এই ত্রয়ী জ¦লে উঠে উড়িয়ে দিয়েছেন ম্যাকাবি খাইফাকে। সময়ের সেরাদের ছোট্ট তালিকায় থাকা তিন ফুটবলারকে এক সঙ্গে দলে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ক্রিস্তফ গালতিয়ে। ‘এইচ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে খাইফাকে ৭-২ গোলে হারায় পিএসজি। দুটি করে গোল করেন মেসি ও এমবাপে। একবার জালের দেখা পান নেইমার। তাদের নৈপুণ্যে ১১ পয়েন্ট নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে লিগ ওয়ানের দলটি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন ৩৫ বছর বয়সী মেসি। খাইফার বিপক্ষে হ্যাটট্রিকও হয়ে যেত আর্জেন্টাইন তারকার, যদি ৭৬তম মিনিটে তার শট ক্রসবারে লেগে না ফিরত। গোল করার পাশাপাশি ম্যাচে দুটি করে অ্যাসিস্টও করেছেন মেসি ও এমবাপে। নেইমারের কারিকুরি থামাতে না পেরে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন খাইফার গোল্ডবার্গ। আক্রমণভাগের ত্রয়ীকে থামানোর যেন কোনো উপায়ই জানা ছিল না ইসরায়েলের দলটির। ম্যাচ শেষে দলের তিন তারকাকে প্রশংসায় ভাসালেন কোচ গালতিয়ে। “আমি দেখেছি, খেলোয়াড়রা উপভোগ করছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে ভাবতে হয়েছিল, আমাদের দুর্দান্ত তিনজন খেলোয়াড় কীভাবে নিজেদের যথাসম্ভব সেরাটা প্রকাশ করতে পারে।” “তাদের অনুশীলন করানো, প্রতিদিন তাদের খেলা দেখা খুবই আনন্দদায়ক। একজন কোচের জন্য এটা স্বর্গীয়।”