April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:38 pm

মেসি প্রসঙ্গে যা বললেন লেওয়ানডস্কি

অনলাইন ডেস্ক :

গত কয়েক মৌসুম ধরেই ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি। বিশেষ করে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে বায়ার্নের জার্সি গায়ে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। তবু লেওয়ানডস্কি পাননি ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর। গত সপ্তাহে লেওয়ানডস্কিকে রানারআপ বানিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন জিতেছেন লিওনেল মেসি। যা ছিল ২০২০-২১ ফুটবল মৌসুমের জন্য। যেখানে ৩৩ পয়েন্টে লেওয়াকে হারিয়েছেন মেসি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেওয়া হয়নি ২০১৯-২০ মৌসুমের ব্যালন। সেই মৌসুমে আরও বেশি দাবিদার ছিলেন লেওয়ানডস্কি। যা একবাক্যে স্বীকার করতে বাধ্য যেকোনো ফুটবলসংশ্লিষ্ট মানুষ। এমনকি এবারের ব্যালন নেওয়ার পর মেসি নিজেও বলেছেন এই কথা। লেওয়ানডস্কিকে উদ্দেশ্য করে ব্যালনের পুরস্কার মঞ্চে মেসি বলেছিলেন, ‘আমি মনে করি ফ্রান্স ফুটবলের উচিত তোমাকে (লেওয়ানডস্কি) তোমার ২০২০ সালের ব্যালন ডি অর দিয়ে দেওয়া। তুমি এটা প্রাপ্য এবং এটা তোমার ঘরে থাকা উচিত।’ তখন এর প্রতিক্রিয়ায় তেমন কিছু বলেননি পোলিশ তারকা। তবে এক সপ্তাহ পর মুখ খুলেছেন লেওয়ানডস্কি। যেখানে ব্যালন জিততে না পারায় নিজের হতাশা স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি মেসির মন্তব্যটি ফাঁকা বুলি নয় বলেই আশা প্রকাশ করেছেন লেওয়া। পোল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে লেওয়ানডস্কি বলেছেন, ‘আমি আশা করি, মেসির বক্তব্যটা সৎ ও মন থেকে বলা ছিল। কোনো ফাঁকা বুলি ছিল না।’ তিনি আরও বলেন, ‘(ব্যালন না পাওয়ায়) আমার কষ্ট লেগেছে। এখানে লুকোনোর কিছু নেই। আমি বলতে পারি না যে (দ্বিতীয় হয়ে) আমি সন্তুষ্ট। কারণ এটা সত্য নয়। আমি অসন্তুষ্ট।’ ‘এত কাছে যাওয়া, মেসির সঙ্গে সমানে সমান লড়াই করা… অবশ্যই আমি তার অর্জনকে সম্মান করি। তবে আমি তার সঙ্গে লড়াই করতে পেরেছি মানে আমার নিজের মানটাও অনেক উঁচুতে। কিন্তু (ব্যালন না পাওয়ায়) আমি কষ্ট পেয়েছি।’