November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 11th, 2022, 7:52 pm

মেয়েদের বিশ্বকাপে ৭ বলের ওভার!

অনলাইন ডেস্ক :

ক্রিকেট মাঠে কতই না ভুলভাল ঘটনা ঘটে থাকে। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক লেগে থাকে প্রায় প্রতি ম্যাচেই। চলতি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের ভুলের জন্য এবার দেখা গেল ৭ বলের ওভার! যদিও সেই বলে চার-ছক্কা হজম করতে হয়নি বোলার ওমাইমাকে। স্রেফ একটি সিঙ্গেল নিতে পেরেছেন প্রোটিয়া ব্যাটার। টুর্নামেন্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের মেয়েরা। সিউন লুস ও লরা উলভার্টের দারুণ ব্যাটিংয়ে প্রোটিয়ারা বড় ইনিংস গড়ার পথে ছিল। জুটি ভাঙার আশায় ওমাইমা সোহেলের হাতে বল তুলে দিলেন অধিনায়ক বিসমাহ মারুফ। ওভারের শেষ বলে আরেকটু হলে উইকেট পেয়েই যাচ্ছিলেন ওমাইমা। তখনই জমে নাটক। প্রোটিয়া অধিনায়ক সিউন লুসের বিপক্ষ লেগ বিফোরের জোড়ালো আবেদন হয়। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লুস। সেটাই ছিল ওভারের শেষ বল। কিন্তু আম্পায়ার বোধহয় ভুলে গিয়েছিলেন! তাই সপ্তম বলটি ডেলিভারি করেন ওমাইমা। বলটা লংঅনে ঠেলে দিয়ে এক রান নিয়ে নিলেন লুস। লুস (৬২) আর উলভার্টের (৭৫) ব্যাটে প্রোটিয়ারা ৯ উইকেটে তোলে ২২৩ রান। জবাবে ২১৭ রানে প্যাকেট হওয়া পাকিস্তান হেরে যায় ৬ রানে।