May 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 7:56 pm

মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের আটটি টিমের ২৪ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর বুধবার বিকালে বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি ভারতীয় লাগেজ কারখানায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ জানান, বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তারা কারখানায় ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভিআইপি-১ লাগেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখনও কারখানার ভেতরের বিভিন্ন জায়গায় স্ফুলিঙ্গ দেখা যায়।

অগ্নিকাণ্ডের সময় কর্তৃপক্ষ কারখানা থেকে ৭৭৫ জন শ্রমিককে বের করে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অন্যদিকে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

—-ইউএনবি