November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 8:09 pm

মোদিকে ‘হত্যার আহ্বান’ জানানো সেই কংগ্রেস নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার আহ্বান’ জানানো কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্য প্রদেশের পান্না শহরে অবস্থিত রাজা পাতেরিয়ার নিজ বাসভবন থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রাজা পাতেরিয়াকে গ্রেপ্তারের বিষয়টি পান্না পুলিশ নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে, গত ১২ ডিসেম্বর দলীয় নেতাকর্মীদের সামনে দেয়া এক ভাষণে নরেন্দ্র মোদিকে ‘হত্যার আহ্বান’ জানান রাজা পাতেরিয়া। ওই ভিডিওতে রাজা পাতেরিয়াকে বলতে শোনা যায়, ‘মোদি আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। আমাদের জাতি-ধর্ম-ভাষার ভিত্তিতে বিভাজিত করবে। দেশে দলিত, উপজাতি এবং সংখ্যালঘুরা এখন বিপদের মধ্যে আছে। তাই যদি দেশের সংবিধান রক্ষা করতে চান, তবে মোদিকে হত্যা করতে প্রস্তুত হন।’ রাজা পাতেরিয়ার এ মন্তব্য ভারতজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পাতেরিয়াকে গ্রেপ্তার করার দাবি জানায় নরেন্দ্র মোদির দল বিজেপি। পুলিশকে কংগ্রেস নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় মধ্য প্রদেশের সরকার। সেই মামলায় পাতেরিয়াকে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গ্রেপ্তার করা হলো। তবে পাতেরিয়া অবশ্য তার বক্তব্য ভাইরাল হওয়ার পরপরই ‘হত্যা’ করা বলতে কী বুঝিয়েছেন, তা নিয়ে ব্যাখ্যা দেন। তার দাবি, তিনি ‘হত্যা করা’ বলতে পরাজিত করাকে বুঝিয়েছেন। পাতেরিয়া এটাও বলেছেন যে, তিনি গান্ধীর আদর্শে বিশ্বাসী। তবে তার এই ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান পাতেরিয়ার এই মন্তব্যকে ঘিরে একহাত নিয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রাকে। তিনি বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রার নামে নাটক করার আসল উদ্দেশ্য বেরিয়ে এসেছে।’