অনলাইন ডেস্ক :
মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনালে খেলার আশা গুঁড়িয়ে দিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গত বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ২০১৯-২০ মৌসুমের পর আবারও প্রতিযোগিতাটির ফাইনালে উঠল পুরান ঢাকার দলটি। মোহামেডান সর্বশেষ ১২ বছর আগে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য অন্যকিছুর ইঙ্গিত দিয়েছিল। প্রথমার্ধের ৫ম মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় মোহামেডান। আলমগীর মোল্লার কর্নারে দূরের পোস্ট থেকে অ্যারন জন রিয়ারাডনের হেড পাসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ডিফেন্ডার রাজীব হোসেন। ২২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান দ্বিগুণের ভালো সুযোগ নষ্ট করেন সাহেদ। ৪০তম মিনিটে তিনি আরও একটি সুযোগ হাতছাড়া করেন। বিরতির পর ৬৭তম মিনিটে আক্রমণে ওঠা আজাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের ডিফেন্ডার মেসিনোভিকি। আক্রমণ – পাল্টা আক্রমণ আর ভুল ফিনিশিংয়ে এগিয়ে যেতে থাকে ম্যাচ। অবশেষে ৭৮তম মিনিটে আশরাফুল ইসলামের লং পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠিয়ে দেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড আজাহ। যোগ করা সময়ে আজাহর থেকে বল পেয়ে ঠা-া মাথায় জয়সূচক গোলটি করেন চিজোবা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা