অনলাইন ডেস্ক :
ঘরোয়া ফুটবলে সচারচর ‘অলিম্পিক গোল’ দেখা যায় না। প্রিমিয়ার ফুটবল লিগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এমনই একটি গোল হয়েছে। কর্নার থেকে সরাসরি শটে লক্ষ্যভেদ করে মোহামেডান স্পোর্টিংকে জিততে দেয়নি চট্টগ্রাম আবাহনী। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের এই ড্রতে তিন ম্যাচে দুই দলের পয়েন্ট দাঁড়ালো ৫ করে। অথচ ম্যাচ ঘড়ির ২৬ মিনিটে মোহামেডান প্রথম গোল করে দেখছিল জয়ের স্বপ্ন। মালি স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতের গোলটিও ছিল দেখার মতো। শাহরিয়ার ইমনের পাসে ডান দিক দিয়ে বক্সে ঢুকে দিয়াবাতে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান। মালির এই স্ট্রাইকারের নিখুঁত ফিনিশিং দেখে গোলকিপার সাইফুল অনেকটাই হতভম্ব হয়ে পড়েন! গোল শোধে চট্টগ্রাম আবাহনী ৩ মিনিট পরই সুযোগ নষ্ট করে। ২৯ মিনিটে বক্সের প্রান্ত থেকে সোহেল রানার লবে জাহিদ হোসেনের হেড লক্ষ্যে থাকেনি। বল অনেক দূর দিয়ে যায়। ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শাহরিয়ার ইমনের জোরালো শট ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো হয়নি মোহামেডানের। ১-০ গোলে এগিয়ে থাকা মোহামেডানকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি মারুফুল হকের দল। ৪৮ মিনিটে কামরুল ইসলামের দারুণ গোলে সমতায় ফেরে চট্টগ্রামের দলটি। এই ডিফেন্ডারের কর্নারে বল বাতাসে ভেসে বাঁক খেয়ে জালে জড়ানোর আগমুহূর্তে মাসুদ রানা ফেরান। রানা ফেরানোর আগেই বল গোললাইন পেরিয়ে গেছে নিশ্চিত হতে রেফারি একটু সময় নিয়ে গোলের সিদ্ধান্ত দেন। তাতেই প্রিমিয়ার লিগ ফুটবলে ‘অলিম্পিক গোলের’ দেখা মিললো। ৭২ মিনিটে শাহেদ মিয়ার ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসলে মোহামেডানের দুঃখ আরও বাড়ে। যোগ করা সময়ে মোহামেডানের মাসুদ রানা ডাবল হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দলের বিপক্ষে চট্টগ্রাম আবাহনী ম্যাচ জিততে পারেনি। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। দিনের অন্য খেলায় স্বাধীনতা ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা