April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 11:23 am

মৌলভীবাজারে কুকুরের কামড়ে ২০ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাগলা কুকুর একদিনে শহরে ২০ জন মানুষকে কামড় দিয়েছে। কুকুরের কামড় খেয়ে সবাই শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার দুপুর থেকে শ্রীমঙ্গল শহরে মানুষকে এই পাগলা কুকুর কামড় দিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিস।

এদিকে, ওই পাগল কুকুরকে আটক করতে রাতেই উপজেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ শহরে অভিযান চালাচ্ছে। কুকুর থেকে সাবধান থাকতে শহরে মাইকিং করা হচ্ছে।

সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া ২০ জন হলেন, খাইছড়া চা বাগানের লক্ষ্মী তাতী (৮), ভাড়াউড়া চা বাগানের রাত্রী উন্নেসা (২৮), উত্তরসূর এলাকার রিহাব মিয়া (১৪), মিশন রোড এলাকার বিজয় দেবনাথ (১০), মুসলিম বাগ এলাকার আল আমিন (১২), সাগরদিঘি রোডের তৃষনা ঋষি (৭), মাস্টার পাড়ার আদিত্য দেব (৭), মিশন রোড এলাকার রিহান (৬), রাজু (২৫), আব্দুর রহমান (২৫), লালবাগ এলাকার আব্দুল আল শরীফ (৬), পশিম ভাড়াউড়ার সিয়াম (১২), সবুজ বাগের শ্রাবন (৬), গোলগাঁও এলাকার মোফাজ্জল (১৩), লাহারপুর এলাকার খোকন দেবনাথ (৫০), রাধানগরের স্বপ্না বেগম (৪০), পশ্চিম ভাড়াউড়ার ইদ্রিস মিয়া (২৫), রুপসপুরের শুভাস সূত্রধর (৫০), গদারবাজারের নশাই মিয়া (৪৫), কালিঘাট রোডের রবেল দাশ (২৭)।

চিকিৎসা নেয়া ব্যাক্তিরা জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই একটি কুকুর মানুষকে কামড় দিচ্ছে। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিলো।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: রেদোয়ান আহসান উল্লাহ বলেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী আসছেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আজ শনিবার প্রত্যেককে মৌলভীবাজার সদর হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কর্ণ চন্দ্র মল্লিক বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে। সবাইকে সাবধানে থাকার জন্য মাইকিং করা হচ্ছে।