জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। বিদায় নিলেন সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বৃহস্পতিবার দুপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ