November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 8:38 pm

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

করোনা মহামারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও মৌলভীবাজারে মবশ্বির -রাবেয়া ট্রাষ্টের উদোগে দিন ব্যাপি ফ্রি হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
১২ জুন রবিবার সকাল ১০টা থেকে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে চলতি বছরের পবিত্র হজ্ব পালনে প্রস্তুতি নিচ্ছেন এমন হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দেয়া হয়। প্রশিক্ষণ শেষে দূপুর আড়াইটায় মৌলভীবাজার পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান প্রশিক্ষণার্থীদের মধ্যে হজ্ব পালনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস এম উমেদ আলী সহ অন্যান্যরা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আসা এটিভির হজ্ব উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। ব্যবহৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, হাওয়া বালিশ, হজ্ব নির্দ্দেশিকা ও কাংকর ব্যাগ।

— প্রেস বিজ্ঞপ্তির