November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:42 pm

ম্যানইউকে জয়বঞ্চিত করলেন কৌতিনহো

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ৬ মাসের জন্য লোনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাতে এসেছেন কৌতিনহো। ফেরার পর অ্যাস্টন ভিলার জার্সিতে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হয়ে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। বার্সায় খারাপ সময় পার করলেও লিভারপুলে তিনি ছিলেন দুর্দান্ত। সেই সময়ে কৌতিনহোর সতীর্থ ছিলেন স্টিফেন জেরার্ড। সেই জেরার্ড এখন অ্যাস্টন ভিলার কোচ। তিনি জানেন কীভাবে কৌতিনহো থেকে সেরাটা বেড় করতে হয়। প্রথম ম্যাচেই সেটার প্রমান দিলেন জেরার্ড। আর সঠিক পজিশন পেলে কতটা ভয়ানক কৌতিনহো সেটার প্রমান মিলল ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচে। ৬৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময় অ্যাস্টন ভিলা ২-০ গোলে পিছিয়ে ছিল। ৭৭তম মিনিটে কৌতিনহোর পাস থেকেই গোল করে অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল পরিশোধ করেন জ্যাকব রামসি। ৮২তম মিনিটে ফের রামসি-কৌতিনহোর রসায়নে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় অ্যাস্টন ভিলা। এবার বলের যোগান দেন রামসি আর গোল করেন কৌতিনহো। এই গোলের ফলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগের পয়েন্ট তালিকায় ৭ নম্বরেই রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অ্যাস্টন ভিলা। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি।