অনলাইন ডেস্ক :
গ্রিলিশকে দলবদল করে চমকই দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ফরোয়ার্ডকে নিয়ে অবশ্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে শুরুটা ভালো করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। টটেনহাম হটস্পারের কাছে হারতে হয়েছে। রোববার দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিনের একমাত্র গোলে ম্যানসিটি শুরুর ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নিজেদের সমর্থকদের সামনে টটেনহাম সমান তালে পাল্লা দিয়ে খেলেছে। পর্তুগিজ নুনো শান্তোর অধীনে লিগে প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। দলের বড় তারকা হ্যারি কেন এই ম্যাচে খেলেননি। কিন্তু স্পারদের খেলাতে এর কোনও ছাপ পড়েনি। বল দখলে পেপ গার্দিওয়ালার দল এগিয়ে ছিল। পাল্টা-পাল্টি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচ ঘড়ির ৫ গ্রিলিশের কর্নার থেকে ফার্নান্দিহোর হেড লক্ষ্যে থাকেনি। ৩৫ মাহরেজের শট পোস্টের বাইরে দিয়ে গেলে ম্যানসিটির সমর্থকদের হতাশ হতে হয়। প্রথমার্ধের শেষের দিকে সনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু বিরতির পর নেমে টটেনহামকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৫৫ মিনিটে জয়সূচক গোলটি আসে। প্রতি আক্রমণ থেকে দক্ষিণ কোরিয়ার সন হিউং মিন বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে টটেনহামকে এগিয়ে নেন। ৬০ মিনিটে স্টিভেন বার্গউইনের শট বাইরের জাল কাঁপালে ব্যবধান বাড়ানো হয়নি। এক গোলে পিছিয়ে থেকে ম্যানসিটি ম্যাচে ফেরার চেষ্টা করে। ৭৫ মিনিটে গ্রিলিশের শট গোলকিপার লরিসের শরীরে লেগে প্রতিহত হয়। ৭৯ মিনিটে সনের আবারও শট পোস্টের বাইরে দিয়ে যায়। শেষ দিকে এসে কেভিন ডি ব্রুইনার শট গোলকিপার রুখে দিলে ম্যানসিটিকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা