অনলাইন ডেস্ক :
শিফনের শাড়ি পরে হাঁটছেন চাঁদনী। এলোমেলো বাতাসে উড়ছে শাড়ি ও চুল। ছাত্ররূপী কমান্ডো অফিসার রামও আবেদনময়ী এই শিক্ষকের প্রেমে হাবুডুবু খান। রসায়নের শিক্ষক চাঁদনীর সঙ্গে রামের রসায়ন এখনো দর্শক ভুলেননি। ‘ম্যায় হু না’ সিনেমায় এ দুটো চরিত্রে যথাক্রমে অভিনয় করেন সুস্মিতা সেন ও শাহরুখ খান। ফারাহ খান পরিচালিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ৮৯.৭ কোটি রুপি। এটি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছিল।
সিনেমাটি মুক্তির পর ১৯ বছর কেটে গেছে। কিন্তু দর্শকরা এখনো মনে রেখেছে সিনেমাটির কথা। তবে এতদিনেও সিনেমার কোনো সিক্যুয়েল নির্মিত হয়নি। কেন হয়নি তা-ও অজানা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুস্মিতা। ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিয়েছেন সুস্মিতা সেন। সংবাদমাধ্যমটির সঙ্গে আলাপকালে সুস্মিতা জানান, ‘ম্যায় হু না টু’ নির্মিত হোক।
তার ভাষায়-‘‘আমি অবশ্যই মনে করি ‘ম্যায় হু না টু’ করার সময় এসেছে। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করা উচিত।’ সিক্যুয়েল নির্মাণের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এ প্রশ্ন শুনে তা পরিচালক ফারাহ খান ও শাহরুখ খানের দিকে ছুড়ে দিয়ে সুস্মিতা বলেন- ‘এ প্রশ্নটা প্রথমে ফারাহ, শাহরুখ খান, তারপর আমাকে করুন।’’ শাহরুখ-সুস্মিতা ছাড়াও ‘ম্যায় হু না’ সিনেমায় অভিনয় করেছিলেন- সুনীল শেঠি, অমৃতা রাও, জায়েদ খান, বোমান ইরানি, কিরণ খের, নাসিরুদ্দিন শাহ, টাবু প্রমুখ।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ