জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের শহরতলী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- কোতয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি ওপারেশন ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন। তিনি বলেন, দক্ষিণ চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা এলাকায় করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রুমন বলেন, ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ চরকালিবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান করার জন্য পুলিশের অনুমতি নেয়া ছিল। কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা করে সভা প- করে দেয়। এরপর নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করে ব্যাপক লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০-৩০ জন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি