অনলাইন ডেস্ক :
দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, অভিনয় শিল্পী-নির্মাতা ফালগুনী হামিদ করোনায় আক্রান্ত। তাদের শারীরিক অবস্থা কিছুটা জটিল হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তিনি বলেন, ‘তারা স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার কাছে দোয়া চাই, ম হামিদ ও ফালগুনী হামিদ যেন দ্রুত করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে স্বাভাাবিক জীবনে ফিরে আসতে পারেন।’ ম হামিদ একজন নাট্যব্যক্তিত্ব। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক (ডিজি)। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও নিযুক্ত ছিলেন। অন্যদিকে ফালগুনী হামিদ। খুব সহজেই সবাই তাকে চেনেন একজন অভিনেত্রী হিসেবে। তিনি একজন সাংবাদিক, নাট্যনির্দেশক হিসেবেও নন্দিত। ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন ম. হামিদ ও ফালগুনী হামিদ। তাদের কন্যা তনিমা হামিদও একজন অভিনেত্রী।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ