November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 8:42 pm

যত বড় প্রভাবশালীই হোক অন্যায় করলে তাদের বিচার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামীলগ সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচন করবে কি করবে না এটি তাদের নিজেস্ব বিষয়। এবার যাতে সুষ্ট নির্বাচন হয় সে জন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাথে ইভিএম মেশিনে নির্বাচন হয়।

মন্ত্রী বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৪টায় মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখিত কথা বলেন। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার বিষয়ে আরও বলেন, নির্বাচনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলি বর্ষন করে। এ ঘটনায় একজন শিশু মায়ের কুলে মৃত্যু হয়। আমরা তদন্ত করে দেখবো কারো কোন গাফেলতি আছে কিনা। তদন্তে কোন সৈনিককের গাফলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্য।

এর আগে মন্ত্রী দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ কিংবা যে যত বড় প্রভাবশালী-ই হোক, অন্যায় করলে তাদের বিচার হচ্ছে এবং আইনের আওতায় আনা হচ্ছে। ‘যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, জনপ্রতিনিধি কিংবা যে যত বড় প্রভাবশালী-ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই অপরাধ করছে তাকেই আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।’

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এই ফ্যাক্টরি চালু হলে এক হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হবে। দিন দিন নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে।’ ‘বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই। দারিদ্র্য দেখতে আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে। দেশে এখন কোনও কিছুর অভাব নেই। উন্নয়নের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছি আমরা। মাত্র তো পদ্মা সেতু দেখেছেন, ২০৪০ সালে ইউরোপের মতো শক্তিশালী হবো আমরা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।