May 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 1st, 2024, 8:05 pm

যশোরে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু

যশোরের ঝিকরগাছায় চার দিনব্যাপী ফুল উৎসবের উদ্বোধন হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার।

আয়োজক সূত্র জানিয়েছে, এবারের মেলায় ফুল উৎপাদক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেছে। মেলায় ১৪টি স্টলে এ অঞ্চলের বিভিন্ন পণ্য ব্রান্ডিং করা হয়েছে। দর্শনার্থীরা সেখান থেকে পণ্য কিনছে ও ঘুরে দেখছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মানুষ এখন কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাঙামাটি বেড়াতে যায়। একইভাবে মানুষ যশোরেও বেড়াতে আসবে। পর্যটক আসার মতো অনেক কিছুই যশোরে রয়েছে। এরমধ্যে এখন অন্যতম হয়ে উঠেছে গদখালীর ফুল বাগান ও চাষাবাদ। মানুষ এখান থেকে ফুল কিনছে ও ঘুরে ঘুরে আনন্দ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।

চাষিদের মধ্যে বক্তব্য দেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম ও নারী উদ্যোক্তা সাজেদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসব চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এছাড়াও বিভিন্ন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

—-ইউএনবি