November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 7:31 pm

যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-চৌগাছা সড়কের চূড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাক চালক পারভেজ (৪৫) এবং মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৩৮)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, যশোর থেকে ভুসিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চূড়ামনকাটি রেলক্রসিংয়ে আসে। গেট নামানো না থাকায় ট্রাকটি রেললাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে রাস্তার উপরে পড়ে। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাকচালক ও হেলপারের লাশ রাস্তার উপর পড়ে থাকতে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও ট্রাকটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গেটম্যান সজলের দাবি ট্রাক চালক তার সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তিনি আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

যশোর রেল পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

লাশ দু’টি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি