April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 10th, 2022, 1:49 pm

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই সম্প্রদায়ের দু’জনসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার এক প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার দোগাছিয়া গ্রামের শাকিল পারভেজ (২১), ঝাউদিয়া গ্রামের মেহেদী হাসান (১৯) এবং তৃতীয় লিঙ্গের নাজমা ও সেলিনা।

এই সময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির বুলেট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে আধিপত্য বিস্তার এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। এর জের ধরে সেলিম ও নাজমা আব্দুল কাদের ওরফে লাভলীকে হত্যার পরিকল্পনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হালশা গ্রামের একটি ব্রিজের ওপর নাজমা, সেলিনাসহ চারজন তার পথরোধ করে। এরপর লাভলীকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পরপরই ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রবিবার কোতোয়ালি থানায় লাভলীর বোন ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

—-ইউএনবি