July 1, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 26th, 2024, 12:46 pm

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহত ২

সিনহুয়া, শিকাগো

যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্যাঞ্চলে বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এসময় শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব নেব্রাস্কা এবং দক্ষিণ ডাকোটা থেকে আইওয়া এবং মিনেসোটা পর্যন্ত বিস্তীর্ণ ভূমি প্লাবিত হয়েছে। এমনকি কিছু অঞ্চলে ৪৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কিছু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার(২৫ জুন) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কারণে বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল মোনোনা কাউন্টির শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লিটল সিউক্স নদীর পানি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার বাঁধ ভেঙে গেছে। পার্শ্ববর্তী উডবারি কাউন্টির শেরিফের কার্যালয় ফেসবুকে পোস্ট করা একটি ড্রোন ভিডিওতে দেখা যায়- নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ ভূমি প্লাবিত হচ্ছে।

এদিন সকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দেড় লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বন্যার সতর্কতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আইওয়া রাজ্যে একটি বড় বিপর্যয় হয়েছে বলে সোমবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাজ্যে ফেডারেল সহায়তার এবং মারাত্মক ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে উপজাতি ও স্থানীয়দের পুনরুদ্ধারের নির্দেশ দেন তিনি।