April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 8:31 pm

যুক্তরাষ্ট্রে আপাতত কোনো মহামারি নেই: ফাউসি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আপাতত আর কোনো মহামারি নেই বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির মূল্যায়ন প্রসঙ্গে সাম্প্রতি তিনি এ তথ্য জানিয়েছেন। পিবিএস নিউজ আওয়ারকে ডা. ফাউসি বলেন, ‘গত কিছুদিন ধরে আমরা দেখছি, প্রতিদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজারের চেয়ে বেশ কম; হাসপাতালগুলোতেও আগের মতো লাখ লাখ গুরুতর অসুস্থ করোনা রোগীর উপস্থিতি নেই এবং এই রোগে দৈনিক মৃত্যুর হার হাজারের চেয়ে অনেক নিচে নেমে এসেছে।’ ‘এসব খুবই ইতিবাচক ব্যাপার এবং আমরা এখন বলতেই পারি যে, যুক্তরাষ্ট্র করোনা মহামারির স্তর অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে, নিশ্চিতভাবেই আমরা আর মহামারির মধ্যে নেই।’ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। যুক্তরাষ্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ২০ জানুয়ারি। তার পর থেকে এ পর্যন্ত এই রোগে মোট সংক্রমণ ও মৃত্যুর হিসেবে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সরকারি হিসেব অনুযায়ী, ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২৪৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন মোট ১০ লাখ ১৯ হাজার ৭৭৪ জন। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাব বেশ কমেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১১৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২ হাজার ১০৪ জন। তবে যুক্তরাষ্ট্রে কোভিড পরিস্থিতির লক্ষ্যণীয় উন্নতি ঘটলেও বিশ্ব এখনও মহামারিমুক্ত হয়নি বলে মনে করেন ডা. ফাউসি। সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মহামারিমুক্ত হলেও বিশ্ব কিন্তু এখনও মহামারিমুক্ত হয়নি। বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে এখনও করোনা মহামারি চলছে এবং সেই হিসেবে আমরা, পৃথিবীর প্রতিটি মানুষ এখনও মহমারির মধ্যে মধ্যেই আছি।’ ৮১ বছর বয়স্ক ফাউসি আরও বলেন, ‘আর এ কারণেই করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও গুরুত্বহীন হয়ে যায়নি।’