অনলাইন ডেস্ক :
তৃতীয় বার বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। তাকে দায়িত্ব দেওয়ার পর বিসিবিও চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক। অবশ্য কর্তার ইচ্ছায় কর্ম। সাকিবকে রাজি করাতে পারেনি বিসিবি। তাই সংবাদ সম্মেলনও হয়নি এবং নতুন দায়িত্বে বাঁহাতি এই অলরাউন্ডারের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনার কিছুই জানা গেল না। এদিকে সতীর্থদের সঙ্গে ক্যারিবিয়ান যাননি সাকিব। গত রোববার রাতে চুপিসারে দেশ ছেড়েছেন তিনি। চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গে কয়েক দিন কাটিয়ে অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেবেন। গত সোমবার বিসিবি সূত্রে জানা গেছে, ১০ জুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এদিকে গত সোমবার রাতে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বির সঙ্গে একই ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। গত রোববার রাতে চলে গেছেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল ও ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা