November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:06 pm

যুক্তরাষ্ট্রে ‘চিরকুট’ ব্যান্ডদলের তৃতীয় সফর

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ডদল ‘চিরকুট’। এটি এই ব্যান্ডদলের তৃতীয় সফর। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত। চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা। ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন-‘সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাক্সক্ষীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’ চিরকুট ব্যান্ডদলটি তাদের একাধিক সদস্যদের পদত্যাগ ও বিভিন্ন ভাঙাগড়ার ভেতর দিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে। এর আগে ‘দি গ্লোবাল বাংলাদেশী ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল তারা। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে বিশ্ব সঙ্গীতের কিংবদন্তী ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট। এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট। এবারের যুক্তরাষ্ট্রের কনসার্টের যৌথ আয়োজক ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক। চিরকুটকে নিয়ে তাদের আয়োজন প্রসঙ্গে জ্যামিং এন্টারটেইনমেন্টের কর্নধার আজিজ চৌধুরী বলেন,‘আমরা প্রতিবছরই বিভিন্ন ব্যান্ডদল নিয়ে কনসার্ট ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবারে থাকছে চিরকুট ব্যান্ডদল। আমি মনে করি দেশীয় শিল্পীদের আন্তর্জাতিক উঠোনে তুলে ধরার জন্য আমাদের এই চেষ্টাটা সফল হলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্যও এটি দারুণ এক সুফল বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।’