অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে ঘন কুয়াশার কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। স্থানীয় সময় সোমবার এসব দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি।
কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাস্তার দুইপাশে অনেক পোড়া গাড়ি পড়ে আছে। একটি আরেকটির উপর পড়ে আছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২