অনলাইন ডেস্ক :
সপ্তাহের শেষ দিকেই যুক্তরাষ্ট্রে ৯টি নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। সবমিলিয়ে এ বছর এখন পর্যন্ত গুলির ঘটনা ঘটেছে ৪০০টিরও বেশি।
নির্বিচারে গুলিতে অন্তত ৪ জন আহত বা নিহতের ঘটনায় হামলাকারীর তথ্য ব্যতীত ডেটা সংরক্ষণ করা গান ভায়োলেন্স আর্কাইভ-এর সর্বশেষ তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত ৯টি গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
৭ হাজার ৫০০টি সূত্র থেকে নিশ্চিত হওয়া ওয়েবসাইটটিতে ২০২৩ সালের শুরু থেকে গতকাল রবিবার পর্যন্ত ৪০৪টি গুলির ঘটনা লিপিবদ্ধ করেছে। এসব ঘটনায় কমপক্ষে ৪৫৩ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১২ বছরের কম বয়সী প্রায় ১৬১ জন রয়েছে এবং এ বছরে প্রায় ৪০০ শিশু গুলিবর্ষণে আহত হয়েছে।
এ ধরনের ঘটনা এক বছর আগের তুলনায় ৯ শতাংশ বেশি। ২০২২ সালের ২৩ জুলাই পর্যন্ত ৩৬৫টি গুলির ঘটনা ঘটেছে এবং সেই বছর সারা দেশে মোট ৬৪৭টি একই ঘটনা ঘটে।
এই বৃদ্ধি যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলির ক্রমবর্ধমান প্রবণতাকেই ইঙ্গিত করছে। সূত্র : সিনহুয়া
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২