একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের আবদুল আজিজসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন আবদুল মান্নান ওরফে মোনাই ও আবদুল মতিন (পলাতক)।
বৃহস্পতিবার শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও অপহরণসহ পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে।
আদালতে আসামিপক্ষে এম সারোয়ার হোসেন ও আবদুস সাত্তার পালোয়ান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মুকলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
প্রসিকিউশন অনুসারে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০১৬ সালের ১৪ নভেম্বর তদন্ত শেষ হয়। ওই বছরের ২৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একই বছরের ১ মার্চ আবদুল মান্নান ও আবদুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানো হয়।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম