April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:24 pm

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জিজি হাদিদ

অনলাইন ডেস্ক :

মার্কিন সুপারমডেল জিজি হাদিদ ‘ফ্যাশন উইক’-এর পুরো আয় ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও ফিলিস্তিনদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন বিষয়টি। সোমবার ইনস্টাগ্রামে ‘ফল ২০২২ ফ্যাশন উইক’র ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এক মাস ধরে ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকার মানে এই নয় যে আমি ও আমার সহকর্মীরা ইতিহাসের এই হৃদয় বিদারক ও ভয়ংকর সময়টাতে নতুন ফ্যাশন কালেকশন দেখাতে ব্যস্ত।’ জিজি আরও লিখেছেন, ‘কাজের সূচির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তবে আমরা কোনো উদ্দেশ্য নিয়ে স্টেজে হাঁটতে পছন্দ করি। আমার বন্ধু মিকা আরগানারাজের পদাঙ্ক অনুসরণ করে শোগুলোর থেকে আয় করা সব অর্থ আমি ইউক্রেইনের যুদ্ধে যারা ক্ষতিগ্রস্তদের দান করবো। আমাদের চোখ এবং হৃদয় খোলা থাকা উচিত মানুষের জন্য। সকল রাজনীতির ঊর্ধ্বে, জাত-বর্ণের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে আমরা একে অপরকে ভাই-বোনের দৃষ্টিতে দেখি চলুন।’ হাদিদ এ মাসে নিউ ইয়র্ক, লন্ডন, মিলান ও প্যারিসের একাধিক ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। ইউক্রেনের যুদ্ধবিদ্ধস্ত মানুষের পাশাপাশি এই আয় থেকে ফিলিস্তিনদের জন্যও ব্যয় করবেন জিজি। পিঙ্কভিলা