নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে গুলিতে যুবদলকর্মী শাওন এর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতের ভাই মিলন প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মুঠোফোনে বলেন, ‘নিহতের বড়ভাই মিলন প্রধান বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো। ’
তিনি আরও বলেন, ‘গতকালের শোভাযাত্রা থেকে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও যে সহিংসতা চালানো হয়েছে, এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’
মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, অজ্ঞাতনামাদের কথা উল্লেখ রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করা হবে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান,‘একটি মামলা হয়েছে। এর পাশাপাশি পুলিশের ওপর হামলাসহ অন্যান্য বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শাওনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ আরও ২৬ জন গুলিবিদ্ধ হন। এছাড়া পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় পুলিশের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে শাওনের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর নবীনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাত সাড়ে বারোটার দিকে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শাওনের লাশ তার বাড়িতে নেয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ