March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 7:47 pm

যুব হকিতে বড় জয় পেল ঢাকা ও বিকেএসপি

অনলাইন ডেস্ক :

২০১৭ সালের পর পাঁচ বছর বিরতি দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ২৭তম জাতীয় যুব হকি। শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে ৫৭টি দল অংশ নিয়েছে এবারের টুর্নামেন্টে। বৃহস্পতিবার বিকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। জাতীয় যুব হকির উদ্বোধনী দিনে টার্ফে গড়িয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে শরিয়তপুর জেলাকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা জেলা। জয়ী দলের হয়ে তিনটি করে ফিল্ড গোল করেন মোহাম্মদ ইমন ও তানজিল রহমান। দিনের দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ জেলার বিপক্ষে ১২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ঢাকাসহ মোট ৯টি ভেন্যুতে হবে এবারের যুব হকি। বাকি ৮টি ভেন্যু হলো- ময়মনসিংহ, ফরিদপুর, নড়াইল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাট। ঢাকা ভেন্যুর ম্যাচ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শুরু হলেও অন্য ভেন্যুগুলোতে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। নয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপ মিলিয়ে ১৮ দল নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের খেলা।