অনলাইন ডেস্ক :
দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচ অপরাজিত, ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার মধ্য দিয়ে আন্তর্জাতিক শিরোপা জয়, ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয়; সব যেন স্বপ্নের মতো কাটছে লাতিন অঞ্চলের দলটির। তবে বিশ্বকাপের আগে নিজেদের আরো শাণিত করতে চায় আর্জেন্টিনা। এখানেই না থেমে আরো অনেক দূর যাওয়ার বাকি আছে, বলছেন দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্মহাদেশীয় লড়াইয়ে ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো পাসে দলের প্রথম গোলটি করেছিলেন মার্তিনেজ। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। আরো দুই গোল করে ম্যাচ জিতে নেয় স্কোলানির দল। যে দলটা একটা সময় মাঠে ধুঁকছিল। মাঠে ছিল ছন্দহীন, সেই তারাই কিনা অপরাজিত টানা ৩২ ম্যাচ। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর আর একটি ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। তবে এখনই কাজ শেষ মনে করছেন না মার্তিনেজ। এ বছরের নভেম্বরে কাতারে হবে ফিফা বিশ্বকাপ। সেখানেই চোখ আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে নিজেদের আরো গুছিয়ে নেওয়ার কথা বললেন এই ফরোয়ার্ড, ‘আমাদের আরো অনেক দূর যেতে হবে। এখনো অনেক কাজ বাকি। যেভাবে সব কিছু এগোচ্ছে, আমরা যেভাবে খেলছি এবং দলটা যেভাবে গুছিয়ে উঠেছে তাতে আমরা খুবই খুশি। তবে বিশ্বকাপের আগে এখনো বেশ কয়েক মাস বাকি আছে এবং আমরা জানি, কিছুকিছু ব্যাপার আমাদের আরো ঠিকঠাক করতে হবে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা