March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 8:34 pm

যেভাবে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন বোল্ট

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত আগস্টে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে এই পেস তারকা খেলবেন। এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। বৃহস্পতিবার নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে ২০২৩-২৪ মৌসুমের চুক্তির প্রস্তাব প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে নেই ট্রেন্ট বোল্টের নাম। তবে সংবাদমাধ্যমকে স্টেড বলেছেন, ‘সে ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে। ওয়ানডেতে সে বিশ্বের সেরা বোলারদের একজন। কাজেই ইনজুরি না হলে, আমাদের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।’

২০১৫ বিশ্বকাপে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ আসরে নিয়েছিলেন ১০ ম্যাচে ১৭ উইকেট। চুক্তি বাতিলের পর বোল্ট বলেছিলেন, সময় হলেই তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। সেই সুযোগটা যে বোল্ট পাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেল। শুধু বিশ্বকাপই নয়, টেস্ট ফরম্যাটেও বোল্টকে ফেরানো হতে পারে বলে জানিয়েছেন গ্যারি স্টেড।