April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 7:49 pm

যেভাবে ‘গুটি’র সুলতানা হলেন বাঁধন

অনলাইন ডেস্ক :

দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেল নতুন সিরিজ ‘গুটি’। এতে একজন মাদক চোরাকারবারি নারীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। শরীরে মাদক বহন করে কিছু নারী লোমহর্ষক বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়। সুলতানা চরিত্রের মাধ্যমে তেমন এক চরিত্র পোট্রে করেছেন বাঁধন। বৃহস্পতিবার রাতে চরকিতে স্ট্রিমিংয়ের পর থেকেই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে এটি। সিরিজটি পরিচালনা করেন শঙ্খদাস গুপ্ত। যিনি এর আগে ‘বলি’ বানিয়েছেলেন। নির্মাতা জানান, চরিত্রটি বাস্তবসম্মত করার জন্য বাঁধন নিজের শরীরে মাদক ঢুকিয়েছিলেন! আরও বলেন, শুধু বাঁধন নয়, সিরিজে অভিনয় করা প্রত্যেক শিল্পী দুর্দান্তভাবে নিজেকের সেরাটা দিয়ে কাজ করেছেন। বাঁধনের ডেডিকেশনে মুগ্ধ নির্মাতা বলেন, মাদক পাচারকারী নারীরা যেভাবে শরীরের মধ্যে মাদক নিয়ে পাচার করে বাঁধন সেই পরিস্থিতি বোঝার জন্য তেমন অবস্থার মধ্য দিয়েই গিয়েছেন! যেটা আপনারা সিরিজ দেখলেই বুঝবেন। বর্তমানে চরকি অ্যাপে সিরিজটি দেখা যাচ্ছে। ‘গুটি’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগারগাঁও-এর ফিল্ম আর্কাইভের হলে একটি প্রেস শো করা হয়। সেখানে নির্মাতা শঙ্খদাস এমনটা জানান। অভিনেত্রী বাঁধন বলেন, ভেবেই আনন্দ লাগছে আমাদের এতোদিনের কষ্ট আজ সবাই দেখতে পারছেন। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে কাজটা করেছি। আপনারা সিরিজটা দেখেন তার পর অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে। গুটি’র গল্পে দেখা যাবে, সুলতানা কয়েক বছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থসম্পদ কামায়। বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। গল্পে দেখানো হয়েছে, মাদক কারবারে সুলতানার পালানোর কোনো পথ নেই। তবে সুলতানাতা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখেন। সংশ্লিষ্টরা বলছেন, টানটান উত্তেজনা নিয়ে চলতে থাকে ‘গুটি’ সিরিজটি। সিরিজটিতে অভিনয় করেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।