অনলাইন ডেস্ক :
জনপ্রিয় তামিল অভিনেত্রী ইয়াশিকা আনন্দকে গ্রেপ্তার করা হতে পারে। গত বছর জুলাইয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী। সেই ঘটনায় তিনি তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিলেন। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়। জানা গেছে কিছুদিন আগে অভিনেত্রীকে আদালতে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সম্প্রতি আদালত জানিয়েছে, ২৫ এপ্রিলের মধ্যে অভিনেত্রী হাজিরা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে। গত বছরের ২৪ জুলাই ভারতের মহাবালিপুরমে ঘটেছিল সেই মারাত্মক দুর্ঘটনাটি। অভিনেত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ওভারটার্ন করে একটি ডিভাইডারে আঘাত হানে। সেই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন অভিনেত্রী। ৬ মাস বিশ্রামে থাকতে হয়েছে তাকে। ঘটনা স্থলেই মারা গেছেন ইয়াশিকার সবচেয়ে কাছের বন্ধু ভাল্লিচেত্তি পবনি। বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল ইয়াশিকা ও তার বন্ধুরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। তবে পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার আগে মাদক সেবন করেননি তারা। সূত্র: পিঙ্ক ভিলা
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ