April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 7:46 pm

যে কারণে দুবাই যাচ্ছেন তারা?

অনলাইন ডেস্ক :

দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা পরীমনি, শরিফুল রাজ, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন। এ বিষয়ে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ এর ফাউন্ডার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন। তিনি বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যারফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে। আগামী ১৫ জানুয়ারি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শাকিব খান বলেন, আজমাইন উইনার স্পোর্টস ক্লাবে আমি থাকছি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সিজন ২-তে। যারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে তাদের সম্মানিত করতে এই সম্মাননা। আরেক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, দেশ ও দেশের মানুষের জন্য যারা কাজ করে তাদের হাতে উঠে আসবে এই অ্যাওয়ার্ড। বিশ্ব দরবারে কাজকে তুলে ধরার জন্য ফ্রন্টলাইন ফাইটার্সদের জন্য এটি বিরাট সুযোগ। আমি সব একঝাঁক তারকা থাকবে এই অনুষ্ঠানে। আমি নিজেও এই অ্যাওয়ার্ডে নমিনেটেড। রায়হান রাফী বলেন, আমি সেখানে থাকছি। অপেক্ষায় আছি সত্যিকারের হিয়েল হিরোস কারা কারা এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। তমা মির্জা বলেন, সামাজিক কাজে যাতে অন্যরা আরও আগ্রহী হয় তাদের অনুপ্রাণিত করতেই সম্মাননা দেয়া হচ্ছে।