অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে মৌসুম পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব ইতিহাসে লিগে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে মৌসুম শেষ করতে হচ্ছে তাদের। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রেড ডেভিলরা। এর ফলে তারকা ফুটবলারদের বেতন কাটছে ক্লাবটি। এমনি সংবাদ প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম ডেইলিমেইল। ব্রাইটনের ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ভরাডুবির পর সেরা চারে থাকার সুযোগ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা থাকা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে না পারায় সমালোচনার সম্মুখীন হচ্ছে ম্যানইউ খেলোয়াড়রা। ডেইলি মেইল বলছে, চ্যাম্পিয়নস লিগে না খেলায় রাজস্ব আয় কমে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এতে বেতন কাটা যাবে রোনালদো, ডি গিয়াদের মত সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের। রোনালদোর সাপ্তাহিক বেতন ৩ লাখ ৮৫ হাজা পাউন্ড থেকে কমে আসবে ২ লাখ ৮৮ হাজার পাউন্ডে। ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলকিপার ডেভিড দি গিয়ার সাপ্তাহিক বেতন ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড থেকে কমে আসবে ২ লাখ ৮১ হাজার পাউন্ডে। এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ২০১৮-১৯ মৌসুমে লিগে ষষ্ঠ হওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বেতন কাটা হয়েছিল। তবে পরেই মৌসুমেই ঘুঁরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা