অনলাইন ডেস্ক :
সুইডেনের বিপক্ষে ব্রাসেলসে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলায় দুই সমর্থক নিহতের ঘটনায় অর্ধ বিরতির সময় ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কিং বডুইন স্টেডিয়ামে আকস্মিক এই ঘটনায় উয়েফা ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়। বিরতির পর দুই দল আর মাঠে নামেনি। ঐ সময় স্টেডিয়ামের ভিতরে থাকা সমর্থকদের বাইরে না যাবার পরামর্শ দেয়া হয়।
উয়েফা এ সম্পর্কে তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে সন্ত্রাসী হামলার জেড়ে দুই দল ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বেলজিয়াম বনাম সুইডেনের মধ্যকার ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হলো।’ এদিকে সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে বেলজিয়ান পুলিশ নিরাপত্তার সার্থে সমর্থকদের স্টেডিয়াম থেকে বাইরে বের না হবার অনুরোধ জানিয়েছে। দুই সুইডিশ সমর্থকের নিহতের ঘটনাকে বেলজিয়াম সরকার সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। বেশ কিছু বেলজিয়ান গণমাধ্যমের দাবী নিহত হয়েছেন দুজনই সুইডেনের জার্সি পরিহিত ছিলেন।
সুইডিশ এফএ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ব্রাসেলসে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ বেলজিয়াম জাতীয় দলই তাদের এ্যাকাউন্টে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছে। আগামী বছরের টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই বাছাইপর্বের বাঁধা পার করেছে বেলজিয়াম। ম্যাচটি স্থগিত হবার আগ পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল। ভিক্টর গিকেরেস সুইডেনকে এগিয়ে দেবার পর রোমেলু লুকাকুর পেনাল্টিতে সমতায় ফিরে বেলজিয়াম। বেলজিয়াম গণমাধ্যমের দাবী হামলার পর সুইডিশ খেলোয়াড়রা আর খেলতে রাজী হয়নি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা