April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 7:53 pm

যে কারণে মেসিকে তুলে নেওয়া হয় জানালেন পিএসজি কোচ

অনলাইন ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে জিতেছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অলিম্পিক লিওঁয়ের বিপক্ষে রোববার দিবাগত রাতের ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে আশ্রাফ হাকিমিকে মাঠে নামানো হয়। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে মাঠ থেকে তুলে নেওয়ায় পিএসজি কোচের সমালোচনা করেছেন অনেকেই। ম্যাচ শেষে মেসিকে তুলে নেওয়া কারণ জানিয়েছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো। মেসির স্বদেশি এই কোচ বলেন, ‘সবাই জানে যে, আমাদের ৩৫ জনের স্কোয়াডে দুর্দান্ত সব ফুটবলার আছে। এর মধ্যে মাত্র ১১ জন একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই। মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্তটা আমরা নিয়েছি যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোটের ঝুঁকি কমে।’ মেসি অসন্তুষ্ট নয় বরং ভালো আছে দাবি করে পচেত্তিনো বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে (মেসি) কেমন বোধ করছে। সে বলল, ঠিকঠাক আছে। এটিই ছিল আমাদের কথোপকথন।’