March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 7:59 pm

যে কারণে সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছাতে দেরি

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে শুক্রবার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও সাকিব আল হাসান নিউজিল্যান্ডে পৌঁছাতে পারেননি। ফলে বুধবার ট্রফি উন্মোচনে সহ-অধিনায়ক নুরুল হাসানকেই যাবতীয় আনুষ্ঠানিকতা সারতে দেখা গেছে। মূলত ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ অধিনায়কের নিউজিল্যান্ড পৌঁছাতে বিলম্ব হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের টিকিট কাটার চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারছিলেন না। পরবর্তীতে তাহিতি হয়ে ক্রাইস্টচার্চের একটি টিকিট ম্যানেজ করেছিলেন। কিন্তু সাকিবের ট্রানজিট ভিসা না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য এয়ারলাইন্স থেকেই ভিসা সমস্যার সমাধান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাকিবের পৌঁছানোর কথা। এখন লম্বা জার্নির পর ২৪ ঘণ্টারও কম সময় বিশ্রাম করে সাকিবকে মাঠে নামতে হবে। গত ২৮ সেপ্টেম্বর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স কোয়ালিফায়ার থেকে বিদায় নিলে সাকিবের সিপিএল অধ্যায় শেষ হয় সেখানেই। দল যেহেতু বিদায় নিয়েছে, এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি। তার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও দলের সঙ্গে যোগ দেননি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ক্রাইস্টচার্চে পৌঁছাবেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ট্রানজিট ভিসা সংক্রান্ত কারণে দুই দিন বিলম্ব হয়েছে। সাকিব (০৬ অক্টোবর) বিকালে ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেবেন।’ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটা অবশ্য বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে। সকাল ৮টায় ১২ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচটাও শুরু সকাল ৮টায়। পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবে।