অনলাইন ডেস্ক :
কারাগারে যেতেই হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর, জর্জিয়ার ফল পরিবর্তন চেষ্টার অপরাধে অভিযুক্ত তিনি। আগামী ২৫ তারিখ এই মামলায় ফৌজদারি আদালতে হাজিরা দেয়ার আগে তাকে কয়েক ঘণ্টা কারাগারে কাটাতে হবে। বিবিসি বলছে, আটলান্টার কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগারে রাখা হতে পারে ট্রাম্পকে।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর জর্জিয়া অঙ্গরাজ্যের ফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় চলতি সপ্তাহেই ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে সহিংসতা, ভূয়া তথ্য উপস্থাপনসহ মোট ৪১টি অভিযোগ আনা হয়। এই মামলায় আগামী ২৫ তারিখ ডোনাল্ড ট্রাম্পকে জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় ফৌজদারি আদালতে হাজিরা দেয়ার আগে ট্রাম্পকে কয়েক ঘণ্টা কারাগারে কাটাতে হবে। এরইমধ্যে জর্জিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ট্রাম্প ও তার সঙ্গী অন্য ১৮ আসামিকে আটলান্টার কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগারে রাখা হতে পারে। কয়েক ঘণ্টার কথা বলা হলেও অনেকেই বলছেন, কুখ্যাত কারাগারটিতে সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত কাটাতে হতে পারে ট্রাম্পকে। এমনকি দন্ডিত হলে তাকে কারাগারে দীর্ঘ সময় থাকতে হতে পারে।
আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের ২০২২ সালের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কুখ্যাত ফুলটন কারাগারে শত শত আসামি ৯০ দিনের বেশি সময় বন্দী ছিলেন। কারণ হিসেবে বলা হয়, তখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি বা তারা নিজেদের জামিনের জন্য মুচলেকা হিসেবে পর্যাপ্ত অর্থ পরিশোধ করতে পারেননি। জর্জিয়ার আগে নিউইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু