November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 15th, 2024, 8:18 pm

যৌন হেনস্থার শিকার এষা দেওল

অনলাইন ডেস্ক :

পর্দায় মিষ্টি প্রেমের গল্পে লাস্যময়ী নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবজীবনে পুরো বিপরীত বলিউড অভিনেত্রী এষা দেওল। কিন্তু এত দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী হয়েছেন যৌন হেনস্তার শিকার। এক শোর মঞ্চে ওঠার সময় দেহরক্ষীদের উপেক্ষা করেই নায়িকাকে বাজেভাবে স্পর্শ করেছিলেন এক যুবক! এরপর হাতেনাতে ধরেও ফেলেন সেই অভিযুক্তকে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এষা দেওল এ ঘটনা জানিয়ে বলেন, ঘটনাটি প্রায় ২০ বছর আগের। ২০০৫ সালে ছবির প্রচারে পুনে গিয়েছিলেন। সেখানেই ভিড়ের মধ্যে এক আপত্তিকর কা- ঘটায় এক যুবক। সেই ঘটনা বর্ণনা করে এষা বলেন, ‘ছবির কলাকুশলীরা একে একে মঞ্চে উঠছিলেন। আমি ওদের পেছনে ছিলাম। আমাকে ভিড়ের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। তবু তার মধ্যে টের পেলাম কেউ আমাকে নোংরাভাবে স্পর্শ করল। টের পাওয়ামাত্রই ঘাড় ঘুরিয়ে ফেললাম। পেয়েও গেলাম যে কুকর্মটা করেছিল। ভিড়ের মধ্যে থেকেই তার জামার কলার ধরে টেনে চড় থাপ্পড় মারা শুরু করেছিলাম।’

এষা আরও বলেন, ‘আমি এমনিতে মাথা গরম মানুষ নই। কিন্তু যখন কোনো কিছু আমার সহ্যের বাঁধ ভেঙে দেয়, তখন রাগে ফেটে পড়ি। আর বিশেষ করে এ রকম পরিস্থিতিতে যে কোনো মেয়ের প্রতিবাদ করা উচিত, যেভাবেই হোক প্রতিবাদ করা উচিত। শুধু বুকের খাঁচা বড় বলে, শারীরিকভাবে নারীর তুলনায় বেশি শক্তিশালী বলে পুরুষেরা এসব করে পার পেয়ে যেতে পারে না।’ উল্লেখ্য, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।