নিজস্ব প্রতিবেদক, রংপুর :
সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ও ঢাকাস্থ রংপুর জেলা সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, রংপুরের উন্নয়ন এগিয়ে নিতে সরকার আন্তরিক। ইতিমধ্যে রংপুরে বিভাগ, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও বিশ^বিদ্যালয় কার্যক্রম চলমান রয়েছে। ৬ লেন সড়ক, হাইটেক পার্ক, অর্থনৈতিক জোন ও গ্যাস সংযোগ কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। সকলের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে জনগুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। নান্দনিক সিটি তৈরিতে রংপুর সিটি কর্পোরেশনকে বরাদ্দ দেয়া হচ্ছে। নগরীর পাশাপাশি গ্রামগুলোকে উন্নয়নের ছোঁয়া দেয়া হচ্ছে। নগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কার, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুকরণ দ্রুত সময়ে শুরু করা হবে। শিল্পায়ন সৃষ্টিতে গ্যাসের সংযোগ বিস্মৃত করা হবে। আদালত অবকাঠামো ও স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের ব্যবস্থা করছে সরকার। ঢাকাস্থ রংপুর জেলা সমিতি উন্নয়নের চাহিদা গুরুত্ববুঝে সরকারের নিকট পেশ করে। গত শনিবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঢাকাস্থ রংপুর জেলা সমিতি ও সিটি প্রেসক্লাবের যৌথ আয়োজনে রংপুরের উন্নয়ন ভাবনা : আগামী দিনের রংপুর শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এবং ঢাকাস্থ রংপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ড. জাকেরুল আবেদিন আপেল, বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী, পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগ আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম, সাবেক জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি এ্যাড. আব্দুল মালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জেলা ও বিভাগীয় সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক পাভেল রহমান, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজি রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাব্বির আহমেদ, সিটি প্রেসক্লাব রংপুরের আজীবন সদস্য ও সঙ্গীতশিল্পী অন্তর রহমান, তানভীর আহমেদ তুষার, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক প্রমুখ। মতবিনিময় সভায় সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমানকে সংবর্ধনা দেয়া হয়। অতিথিবৃন্দ রংপুরের উন্নয়নে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুরের সুশিল সমাজসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি