November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 6:49 pm

রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত ঘটনা কিনা, তা জানার চেষ্টা করছি আমরা। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।’
তিনি জানান, রবিবার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ করে হিন্দুদের ২০ থেকে ২৫টি বাড়ি-ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ি-ঘর ভাঙচুর, মূল্যবান জিনিসপত্রও লুট করে।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন এবং আমরা তাদের বাড়ি-ঘর পুনর্নিমাণ করতে ব্যবস্থা নেবো।’
কুমিল্লার ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, ‘ওই ঘটনার মূল উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা এবং এ ঘটনায় জড়িত তিন-চারজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।’

–ইউএনবি