April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 10:36 am

রংপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলায় পালিত হলো ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২২ । শনিবার দুপুরে রংপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার (উপসচিব)র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ আব্দুল মতিন প্রমূখ ।
উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় ১,২,৩ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এককালীন ১০,০০০ টাকা করে অনুদান বিতরণ করা হয়। জেলা সমাজকল্যাণ তহবিল হতে ১০ জন ব্যক্তির মাঝে ৫০,০০০- টাকা বিতরণ করা হয়। ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়। সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কার্যক্রমের আওতায় ব্যাটারী চালিত অটো রিক্সা বিতরণ করা হয়।##