November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 22nd, 2023, 10:48 am

রংপুরে আরআইআইটি’র জব ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির (আর আই আই টি) আয়োজনে জব ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরীর হারাগাছ রোডস্থ আরআইআইটি ভবনে জব ফেয়ার অনুষ্ঠানের শুরুতে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি স্থায়ী ক্যাম্পাসের ভার্চূয়ালী উদ্বোধন করেন চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা আলী আকবর খান।

উদ্বোধন শেষে জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী জয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বিএম আমিনুর ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক শাহজাহান বাবু, আরআইআইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান শাকিনুর আলম। অনুষ্ঠান কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কোরায়েশী খোরশেদ, উপদেষ্টা জয়দেব চন্দ্র, শিক্ষার্থী এস এম সুহাদ, চাকুরিপ্রার্থী নান্নু যায়েদ।জব ফেয়ার অনুষ্ঠানে ৩১ কোম্পানী স্টলদেয়।

অতিথিগণ আলোচনা শেষে স্টল, টেকনিক্যালে ব্যবহৃত বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন। এছাড়াও জব ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চাশজনের অধিক শিক্ষার্থীর চাকুরি নিশ্চিত করা হয়।