নিজস্ব প্রতিবেদক, রংপুর :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুরের আয়োজনে রংপুরে মানববন্ধন, মূল-মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে কর্মসূচীর শুরুতে রংপুর প্রেসক্লাব চত্বরের মানববন্ধনে বিটিএ রংপুর এর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও কেন্দ্রীয় উপদেষ্টা মাসুম হাসান, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলার সহ সভাপতি আমজাদ হোসেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, নুরুজ্জামান বকুলসহ রংপুর জেলা, মহানগর ও জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দুরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এই কর্মসূচীর পরে আমাদের আগামীকাল কর্মবিরতী এবং আমরা ঢাকায় জাতীয় বিক্ষোভ সমাবেশ করবো। এবং আগামীতে কঠোর সিদ্ধান্ত গ্রহন করবো।
মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষ করে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ এর হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহনকালে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নিয়ম অনুযায়ী স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি