November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 6:06 pm

রংপুরে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।গতকাল শনিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
রংপুর ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্ট ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জিতেছে বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল।
এতে টসে জিতে ব্যাট করতে নামে বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল। ২০ ওভারের খেলায় ৯৮ রান সংগ্রহ করে তারা। প্রতিপক্ষের জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল দল। ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল ২৬ রানে জয়ী হয়। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন, ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দলের ক্রিকেটার সোমা। এছাড়া টুর্নামেন্টে ৮ উইকেট নিয়ে সেরা বোলার শিরিন বানু মিতিল দলের মৌ, সেরা ব্যাটার একই দলের স্বর্ণা, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দলের দিলারা। ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলী’র সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রুবায়েত হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন, ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক, সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী।