March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 4:24 pm

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
এ উপলক্ষে সকালে সিটি কর্পোরেশন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। সিটি কর্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, হাসনা বানু, সচিব উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, জন্ম-মৃত্যু নিবন্ধক বি এম রাফিক উল হাসান ও উদ্যোক্তা কামরুল ইমাম।
সভায় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন একটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। তাই নাগরিক অধিকার সংরক্ষণে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে সকল অভিভাবককে এগিয়ে আসতে হবে।এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ক্যাম্পেইন-এর উদ্বোধন করা হয়।