নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বাংলাদেশ স্কাউট স্কাউটস রংপুর জেলা রোভার ও রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের যৌথ আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল (বিপি) এর ১৬৬তম জন্মবার্ষিকী (বিপি দিবস) ও বিশ্ব স্কাউট দিবস বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গতকাল দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন স্কাউট গ্রুপের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট ডেনে রংপুর জেলা রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আনন্দ রটালি, বৃক্ষ রোপন ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল মুফতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম এসময় জেলা রোভার স্কাউট সম্পাদক মহাদেব কুমার গুন , কোষাধ্যক্ষ সৈয়দ মাহ্বুবার রহমান সোহল, জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার (স্পেশাল ইভেন্ট’স) মোঃ আশিকুর রহমান, রোভার স্কাউট লিডার আবু সাঈদ আহমেদ (রাবু)।
এদিকে দিবসটি উপলক্ষে গ্রুপ পর্যায়ে রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে সকালে কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি